সুনামগঞ্জে ৮ মাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত

সুনামগঞ্জে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ। জেলা সদর হাসপাতাল থেকে তোলা।
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত আট মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক ১৪ শতাংশ। তবে এ সময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ১৬৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে পিসিআর ল্যাবে ১০১ জনের নমুনার মধ্যে ৩২ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ৬৩ জনের মধ্যে ২৪ জন শনাক্ত হয়।

গত ৬ জুন থেকে আজ পর্যন্ত জেলার এক মাসের করোনা প্রতিবেদন পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৯৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন চারজন। এর মধ্যে গত এক সপ্তাহেই ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, কিছুদিন নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমে গিয়েছিল। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও মানুষের মধ্যে অবহেলা দেখা গেছে। তবে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় মানুষ আবার নমুনা পরীক্ষায় আগ্রহী হচ্ছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নমুনা পরীক্ষার সংখ্যা এখন বেড়েছে। গত আট মাসের মধ্যে আজ এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। তবে তুলনামূলকভাবে সুনামগঞ্জে শনাক্তের হার এখনো কম রয়েছে। জেলার সব উপজেলাতেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। উপসর্গ দেখা দিলেই মানুষজন যেন করোনার পরীক্ষা করান, সে জন্য আমরা নানাভাবে মানুষকে উৎসাহিত করছি। তারপরও মানুষের মধ্যে করোনা পরীক্ষার ব্যাপারে আগ্রহের অভাব আছে।’

গত বছরের ৩০ মার্চ থেকে জেলায় করোনার নমুনা পরীক্ষার শুরু হয়। ওই বছরের ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ৩৪ জন।

প্রথম দিকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হতো। তবে এখন নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। এ ছাড়া বর্তমানে সুনামগঞ্জেও অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। অ্যান্টিজেন পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলে ওই নমুনা আবার পরীক্ষার জন্য সিলেটের আরটি–পিসিআর ল্যাবে পাঠানো হয়।