সিলেটে ১৩ দিন পর করোনায় মৃত্যুহীন দিন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ১৩ দিনে (২ থেকে ১৪ মে) করোনায় সংক্রমিত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। ২৪ ঘণ্টায় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৪ জনের।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে আজ শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৪৫৬ জনের। ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৭৭ জন। এর মধ্যে ৩০২ জনই সিলেট জেলার বাসিন্দা। সুনামগঞ্জ জেলায় মারা গেছেন ২৮ জন, হবিগঞ্জ জেলায় ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় মারা গেছেন ২৯ জন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে সিলেট জেলার ১৩ জন ও সুনামগঞ্জ জেলার একজন। বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৮৪ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭৬২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৩২ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৭৮ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় কারোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা কমেছে এবং মৃত্যু নেই, এটা অনেকটা স্বস্তির খবর। এরপরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাঁর।