ফেনীতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, শনাক্তের হার ৫৪ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় জেলায় শনাক্ত ৫৪ দশমিক ৫৪ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

একই সময়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামের ছালেহা বেগম (৭৪) ও ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মায়া আক্তার (৭৫)। এ নিয়ে জেলায় মোট ৭৯ জনের করোনায় মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব ও ফেনীর যক্ষ্মা নিয়ন্ত্রণকেন্দ্রের জিন এক্সপার্ট ল্যাবে মোট ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ১২৮ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় সর্বোচ্চ ৬৭ জন রয়েছেন।

এ ছাড়া দাগনভূঞায় ৩ জন, সোনাগাজীতে ১৩, ছাগলনাইয়াতে ১৬, পরশুরামে ১১ ও ফুলগাজীতে ১৬ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১১।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭২ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৮ জন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও শহরের একটি বেসরকারি হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া বাড়িতে আইসোলেশনে আছেন ৭৫৮ জন।