জামালপুরে করোনা রোগী তিন হাজার ছাড়াল
জামালপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়াল। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে ৪১ জনই বকশীগঞ্জ ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া সরিষাবাড়ীতে সাতজন এবং মাদারগঞ্জ ও ইসলামপুরে একজন করে রয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৯ দশমিক ৬৮ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২০। এ পর্যন্ত জেলায় করোনায় ৫৩ জন মারা গেছেন।
গত বছরের ২৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়। ওই আট মাসের নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৪০।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪ মাসে জেলায় ৩ হাজার ৬২৭ জনের নমুনায় ২৯৪ জনের করোনা শনাক্ত হয়। এই চার মাসে শনাক্ত কিছুটা কমে হয় ৮ দশমিক ১০ শতাংশ। এরপর মে থেকে ২০ জুন পর্যন্ত ২ হাজার ৮৮৯ জনের নমুনায় শনাক্ত হয় ৪৩৮ জন। এই দেড় মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত বেড়ে দাঁড়ায় ১৫ দশমিক ১৬ শতাংশ।
এরপর ২০ জুন থেকে আজ ৪ জুলাই পর্যন্ত, মাত্র ১৪ দিনেই ৫১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৪৩২ জন। শনাক্ত বেড়ে হয়েছে ২১ দশমিক ২১ শতাংশ। আবার এই ১৪ দিনে করোনায় ৯ জনের মৃত্যুও হয়েছে। করোনা শনাক্তের এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত দুই মাসে করোনা শনাক্তের হার আড়াই গুণের বেশি বেড়েছে।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে এখন সংক্রমণের হার বেশি। পুরো জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। অন্যান্য উপজেলাতেও আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বকশীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানার কারণে এখন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে মনে করেন তিনি।