জাপান থেকে আরও ৮ লাখ টিকা এসেছে, মঙ্গলবার আসবে ৬লাখ

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান আজ শনিবার ঢাকায় এসে পৌঁছেছে। বেলা সোয়া ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো বিমান অবতরণ করে। জাপানের স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে বিমানটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।

টিকা নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

জাপান থেকে এসেছে অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ ডোজ টিকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখের বেশি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাল জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে। এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।