জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ টিকার প্রত্যাশা বাংলাদেশের

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে ২৫ লাখ টিকা পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, ‘সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এ সময় বিভিন্ন দেশে জাপানের টিকা দেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করে আমাদের টিকা দেওয়ার অনুরোধ জানিয়েছি। এ সপ্তাহে বা আগামী সপ্তাহে তাঁরা কোভ্যাক্সের আওতায় একটা বড় অঙ্কের টিকা পাঠাবেন। কোভ্যাক্সের আওতায় বলে এটা বিনা মূল্যে পাব। জাপান থেকে আড়াই মিলিয়ন টিকা পাবে বাংলাদেশ।’

জাপান কোন টিকা পাঠাবে, তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপানের কাছ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। তাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে।’ তিনি জানান, কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে বাংলাদেশ ১০ লাখ টিকা পাবে।