চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৯ জন মারা গেছেন। একই সময়ের ব্যবধানে নতুন করে রেকর্ড ৬৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের ক্ষেত্রে এটি রেকর্ড। আগের দিন এ পর্যন্ত ১ দিনে সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬১ হাজার ৫৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৩১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৪৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২১৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের ও সাতজন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।