করোনায় আরও ৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমণে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৪ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০৬ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। চারজন মারা গেছেন ঢাকা বিভাগে আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে দুজনের। বাকি ছয় বিভাগে কারও মৃত্যু হয়নি।
গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২৭ জন সুস্থ হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।
এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষ দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। আগস্টের প্রথম দিকে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।