করোনাভাইরাস মৌসুমি রোগ হয়ে উঠতে পারে: ডা. ফাউসি
মার্কিন চিকিত্সক অ্যান্থনি স্টিফেন ফাউসি নতুন করোনভাইরাসটি ‘একটি মৌসুমি ফ্লু’র প্রকৃতি ধারণ করবে। কারণ, এটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুব কমই রয়েছে।
অ্যান্থনি স্টিফেন ফাউসি একাধারে ইমিউনোলজিস্ট এবং ১৯৮৪ সাল থেকে জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করেছেন।
ফাউসি বলেছেন, এ বছর করোনাভাইরাস এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র পরের ফ্লু মৌসুমে এই ভাইরাস আবার নতুন করে সূচনা দেখতে পাবে।
ফাউসি বলেন, একটা সময় কমে এলেও তা আবার যে পুনরুত্থানের আশঙ্কা রয়েছে। এটা মৌসুমি ফ্লু হয়ে মানুষের মধ্যে বিচরণ করার আশঙ্কা থেকে যাবে। তবে যুক্তরাষ্ট্র তার প্রস্তুতিপর্ব আগের চেয়ে ভালো করেছে। যুক্তরাষ্ট্র করোনার শক্তি কমানোর জন্য কঠোর পরিশ্রম করছে। তিনি বলেছেন, এর মধ্যে একটি ভ্যাকসিন তৈরির কাজও শেষ হয়েছে এবং এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়াল শেষ হলেই নতুন ওষুধের চিকিত্সা–সংক্রান্ত প্রক্রিয়া হস্তান্তর পরিচালনা শুরু করা হবে।