করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭৩
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিন দিন করোনায় কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭৩ জনের। আগের দিন ১০০ জনের করোনা শনাক্ত হয়।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৭৬। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ৪২।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।