করোনায় আরও একজনের মৃত্যু

করোনাভাইরাসপ্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। তাঁরা সবাই ঢাকার। এ নিয়ে চলতি মাসের প্রথম ২১ দিনে করোনায় তিনজনের মৃত্যু হলো।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত করোনা সন্দেহে ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৯২।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮০ জন মারা গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি চট্টগ্রামের বাসিন্দা।

এরই মধ্যে বাংলাদেশে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন.১–তে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন প্রথম আলোকে নতুন উপধরন শনাক্ত হওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘পাঁচটি নমুনায় অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে।’

দ্রুত ছড়ানোর কারণে জেএন.১–কে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে হাসপাতাল কিংবা চিকিৎসাকেন্দ্রে গেলে যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর গত মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।