মাঠপর্যায়ে পুলিশের মনোবল বৃদ্ধিতে কাজ করছে পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরফাইল ছবি

মাঠপর্যায়ে পুলিশের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর বলেছে, মাঠপর্যায়ে ইউনিটপ্রধানদের পদায়ন করা হয়েছে। তাঁদের নেতৃত্বে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইউনিটপ্রধানেরা তাঁদের আওতাধীন বিভিন্ন ইউনিট পর্যায়ক্রমে পরিদর্শন করছেন। ফোর্সের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাঁদের মোটিভেট করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে পুরো বিষয়টি নজরদারিতে রেখে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত ৪৪ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত পুলিশ সদস্যদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদস্যদের বাইরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাহিনীতে সংস্কারের লক্ষ্যে পুলিশ সদস্যদের প্রস্তাবগুলো পুলিশ সদর দপ্তরের বিবেচনায় রয়েছে। এ–সংক্রান্ত কার্যক্রম চলমান।

আরও পড়ুন