ন্যাশনাল পলিমার গ্রুপের পরিবেশক সম্মেলন

ন্যাশনাল পলিমারের পরিবেশক সম্মেলনে দেশের জোনাল এবং কান্ট্রি পজিশনের ৩৫০ জন এক্সক্লুসিভ পরিবেশক অংশ নেনছবি: বিজ্ঞপ্তি

ন্যাশনাল পলিমার গ্রুপের ‘পরিবেশক সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার কাছের একটি অভিজাত রিসোর্টে, যেখানে সারা দেশের পিভিসি পাইপ, ডোর, ট্যাংক ও ট্যাপ ডিভিশনের এক্সক্লুসিভ পরিবেশকেরা অংশগ্রহণ করেন। সম্মেলনটি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, বিক্রয় পরিচালক মাহমুদুল ইসলাম, বিপণনপ্রধান রকিব আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ পরিবেশকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা ন্যাশনাল পলিমারের পণ্যকে মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের পরিবেশক ও কাস্টমারদের দীর্ঘ ৩৭ বছরের আস্থা ও নির্ভরতা থেকে আজ আমাদের ন্যাশনাল পলিমার দেশের ভালোবাসার ব্র্যান্ড ও পণ্য হিসেবে সুপরিচিতি পেয়েছে।’

বিক্রয় পরিচালক মাহমুদুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বরং গ্রাহকদের সেরা মানের পণ্য ও সেবা প্রদান করা। ন্যাশনাল পলিমার সর্বদা গুণগত মানের ক্ষেত্রে আপসহীন।’

বিপণনপ্রধান রকিব আহমেদ বলেন, ‘পিভিসি পাইপ, ডোর, ট্যাংক ও ট্যাপের বাজারে আমরা একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছি। ভবিষ্যতে আমরা প্রযুক্তিগত উন্নয়ন ও নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়ার পরিকল্পনা করছি।’

এ সম্মেলনে দেশের জোনাল ও কান্ট্রি পজিশনের ৩৫০ জন এক্সক্লুসিভ পরিবেশক উপস্থিত ছিলেন। এ ছাড়া ন্যাশনাল পলিমারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।