কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত

গত বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নফাইল ছবি

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় এখন পর্যন্ত বাংলাদেশের নাম নেই বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। আগামী ২৮ জানুয়ারি থেকে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে।

৪৮তম কলকাতা বইমেলার আয়োজন নিয়ে গত শুক্রবার সংবাদ সম্মেলন হয়েছে। কলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নেও উঠে আসে বাংলাদেশের অংশ নেওয়ার প্রসঙ্গ। কিন্তু মেলার আয়োজকেরা এ বিষয়ে স্পষ্ট উত্তর দেননি। এই মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমকে গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেছেন, ‘তিন মাস ধরে প্রতিবেশী ( বাংলাদেশ) দেশের পরিস্থিতি বিবেচনায়, গুরুতর জরুরি অবস্থার ক্ষেত্রে চিকিৎসা ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে গিল্ড নিজ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। নীতিগত সিদ্ধান্তের জন্য বিদেশ মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা–সংক্রান্ত বিষয়ের জন্য আমাদের রাজ্য সরকারের কাছ থেকে পরামর্শ নিতে হবে।’ এ বিষয়ে জানতে প্রথম আলোর পক্ষ থেকে ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন ধরেননি। পরে খুদেবার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের বিষয়টি তদারকি করে জাতীয় গ্রন্থকেন্দ্র। এ ব্যাপারে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে কয়েক দফায় যোগাযোগ করা হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে। কলকাতার আন্তর্জাতিক বইমেলায় অংশ নিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানানো হয়েছে। কিন্তু আমাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কথা বলেছি।’

কলকাতা বইমেলায় গত বছর ৩ হাজার ফুটের বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। সেখানে অংশ নেয় ৪৫টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা। এ ছাড়া বিগত বছরগুলোর মতো গত বছরও ৪৭তম বইমেলা প্রাঙ্গণে পালন হয়েছিল বাংলাদেশ দিবস। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ১৯৯৯ সালে থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।
জার্মানির ফ্রাঙ্কফুট বইমেলার আয়োজন থেকে উৎসাহী হয়ে ১৯৭৬ সাল থেকে কলকাতায় শুরু হয় এই বইমেলার আয়োজন। ১৯৯৬ সাল থেকে গত ২৮ বছর ধরে কলকাতার প্রতিটি বইমেলায় স্থান পেয়েছে বাংলাদেশ।

এবার কলকাতা বইমেলা আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ বছর মেলার থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে জার্মানি।