সাংবাদিককে অনলাইনে হয়রানির নিন্দা সিপিজের
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজলকে লক্ষ্য করে অনলাইনে হয়রানিমূলক প্রচারণার নিন্দা জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এ নিন্দা জানায় সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠনটি।
সিপিজে বলেছে, ভারতের বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এবং জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে প্রশ্ন করার পর এই হয়রানির মুখে পড়েছেন এই সাংবাদিক।
সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠনটি আরও বলেছে, সাংবাদিকদের অবশ্যই প্রতিশোধমূলক আচরণ ও ভয়ভীতিমুক্ত থেকে কাজ করার সুযোগ থাকতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার এবং ভারতীয় কংগ্রেসের ব্যাংক হিসাব জব্দ করা নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল।