ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে গ্রাহক চাহিদার শীর্ষে শাওমি স্মার্ট টিভি

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় ভেসে যেতে প্রস্তুত সারা বিশ্ব। প্রথমত, এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই উপমহাদেশে। এ ছাড়া অতীতের যেকোনোবারের তুলনায় এবার বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের অন্যতম ফেবারিট। টাইগারদের এবারের লক্ষ্য বিশ্বকাপ জয়।

ঠিক যেমন ‘লক্ষ্য এবার বিশ্বজয়’ স্লোগানকে ধারণ করে বর্তমানে শাওমি অথরাইজড ডিস্ট্রিবিউটর আমায়া ইন্ডাস্ট্রিজের দেশীয় বাজার চাহিদা পূরণ করার প্রক্রিয়া চলমান। বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম শাওমি বর্তমানে টিভি, মোবাইল, এআইওটিসহ বিভিন্ন পণ্য বাজারজাত করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গুণে-মানে সেরা পারফরম্যান্স দেওয়ায় গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিতে প্রথম সারিতে রয়েছে শাওমি ব্র্যান্ড। পাশাপাশি বৈশ্বিক অনেক ব্র্যান্ড থেকে শাওমির পণ্য গুণগত মানের তুলনায় দামে সাশ্রয়ী।

দর্শকদের বিশ্বকাপের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে শাওমি দিচ্ছে ঝকঝকে পরিষ্কার ভিজ্যুয়াল স্ক্রিন। শাওমি টিভিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, ফলে এই টিভিগুলো হাই রেজল্যুশন এবং আরও বাস্তবধর্মী ছবি প্রদান করে, যা দর্শকদের খেলা দেখার মজা বাড়িয়ে দেবে বহুগুণ। বর্তমানে টিভির জগতে সবচেয়ে আকর্ষণীয় ও নতুন সংযোজন হলো ‘স্মার্ট সেবা’। এই সেবায় অন্য অনেক ব্র্যান্ড থেকে এগিয়ে শাওমি।

শাওমির স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে সব অত্যাধুনিক ফিচার। বর্তমানে শাওমির স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভিগুলো গ্রাহক চাহিদা ও পছন্দের শীর্ষে। মাত্র ২৯ হাজার ৯৯০ টাকা থেকে ৭২ হাজার ৯৯০ টাকা পর্যন্ত দামে পাওয়া যাচ্ছে শাওমি টিভি এ২-এর টিভি। এই টিভিগুলোয় রয়েছে ১.৫ থেকে ২ জিবি র‍্যাম এবং ৮ থেকে ১৬ জিবি রোম, এইচডি, এফএইচডি এবং ইউএইচডি রেজল্যুশনের ছবি এবং অ্যান্ড্রয়েড-১০ ও ১১ অপারেটিং সিস্টেম। এ ছাড়া প্রসেসরে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর এবং ভিডিও ও অডিওতে ডলবি টেকনোলোজি।

শাওমি টিভিতে রয়েছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা। ব্যবহারকারীরা তাঁদের স্মার্টফোন, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের স্ক্রিন শেয়ারিং করতে খুব সহজেই স্মার্ট টিভি ব্যবহার করতে পারেন।

স্মার্ট টিভিতে ইন্টারনেট সংযোগ করা যায় বলে ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজিং, অনলাইন স্ট্রিমিং এবং ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন—যেমন ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন (নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব), সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, গেমিং ইত্যাদি। সব স্মার্ট টিভি ভয়েস রিকগনিশন সহযোগিতা প্রদান করে, যাতে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে টিভি চালাতে পারে।

এ ছাড়া শাওমি টিভিতে রয়েছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা। ব্যবহারকারীরা তাঁদের স্মার্টফোন, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের স্ক্রিন শেয়ারিং করতে খুব সহজেই স্মার্ট টিভি ব্যবহার করতে পারেন। সঙ্গে রয়েছে বিল্ট–ইন ওয়াই–ফাই ও ব্লুটুথ এবং রিফ্রেশ রেট ৬০ হার্জ। এ ছাড়া আগেই ইনস্টল করা থাকে বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপ।

গ্রাহকদের জন্য রয়েছে কিস্তিতে শাওমি টিভি কেনার দারুণ সুযোগ। কোনো ডাউন পেমেন্ট ছাড়া সহজেই কিনতে পারবেন শাওমির পছন্দের মডেলের টিভি। বিক্রয়োত্তর সেবা হিসেবে রয়েছে পাঁচ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি, তিন বছরের প্যানেল ওয়ারেন্টি, এক বছরের পার্টস ওয়ারেন্টি এবং ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

বিস্তারিত জানতে ভিজিট করুন amaya.com.bd এই ওয়েবসাইটে অথবা কল করুন ০১৭৫৩৯১৯১৯১ এই হটলাইন নম্বরে।