ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে কোম্পানির মাধ্যমে তথা বিশেষ ব্যবস্থায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৫৭টি বাস পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর চেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ এই উদ্যোগ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ শাখা থেকে রোববার সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়েছে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির পূর্বঘোষণা অনুযায়ী, পরীক্ষামূলকভাবে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে কোম্পানির মাধ্যমে বাস চলাচল শুরু হবে ২৬ ডিসেম্বর। এ রুটে যাত্রা শুরু হবে ১০০ বাস দিয়ে। ইতিমধ্যে সরকারি সংস্থা বিআরটিসি এ রুটে ৩০টি বাস দেওয়ার আশ্বাস দিয়েছে। বাকি ৭০টি বাস ঠিক করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন করার শেষ দিন ছিল রোববার।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, কোম্পানির মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ রুটে ট্রান্সসিলভা ৩৮টি, ইকবাল এন্টারপ্রাইজ ২টি, এমএল লাভলি পরিবহন ৪টি, রজনীগন্ধা পরিবহন ১টি, মোস্তফা হেলাল কবির ৬টি, মোহাম্মদ ওলিউল্লাহ ১টি, জাহান এন্টারপ্রাইজ ১০০টি ও এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি ৫টি বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে।
এদিকে এ রুটে কোম্পানির মাধ্যমে পরীক্ষামূলকভাবে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাস পরিচালনায় আগ্রহ প্রকাশকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস বলেন, কমিটির ১৯তম সভায় ১২ ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি বেশ ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক।
মেয়র আরও বলেন, আগ্রহপত্র যাচাই–বাছাই শেষে এ রুটে প্রয়োজনীয়সংখ্যক বাস চলাচলের অনুমোদন দেওয়া হবে।