১৪ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবেন প্রাক্তন ছাত্রনেতারা

মজিদ খানের শিক্ষানীতি বাতিলসহ তিন দফা দাবিতে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি বের করা মিছিলে পুলিশি হামলায় কয়েকজন শিক্ষার্থী নিহত হন। দিনটিকে এবার সারা দেশে পালনের উদ্যোগ নিয়েছেন সে সময়ের ছাত্রনেতারা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দিনটি পালনের লক্ষ্যে প্রাক্তন ছাত্রনেতা মুনীর উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সিরাজুমমুনীরকে সদস্যসচিব করে একটি উদ্‌যাপন কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত শনিবার স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শফি আহমেদের সভাপতিত্বে রাজধানীতে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রনেতাদের ওই সভায় দিনটি পালনের সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, ১৪ ফেব্রুয়ারি সকাল নয়টায় রাজধানীর শিক্ষাভবনের সামনের শিক্ষা অধিকার চত্বরের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী কর্মসূচি পালন করার জন্য ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রাক্তন ছাত্রনেতাদের নিজ নিজ জেলায় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. বদিউজ্জামান, বাদল খান, মোহন রায়হান, সাব্বির আহমেদ, মোখলেছ উদ্দিন, আসাদুর রহমান, সিরাজুমমুনীর, সুজাউদ্দিন জাফর, রাজু আহমেদ, রেজাউল করিম, সালেহ আহমেদ, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, কায়সার আলম, এ কে আজাদ, পারভেজ হাসেম, সাব্বাহ আলী খান কলিন্স প্রমুখ।

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ গুলি চালায়। এতে জয়নাল, জাফর, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন, দীপালি সাহাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন।