স্কুলে পৌঁছাতে পারল না শিশু জিহাদ
লালবাগের আজিমপুরে বাবা নাজির হোসেনের হাত ধরে স্কুলে যাচ্ছিল শিশু জিহাদ। গন্তব্যে পৌঁছাতে পারেনি। তার আগেই আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে পড়লে, এই নিচে চাপা পড়ে মারা যায় সে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮ টায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা নাজির হোসেন প্রথম আলোকে বলেন, সকালে লালবাগের শহিদ নগর থেকে ছেলেকে নিয়ে আজিমপুরের দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই ছেলের গায়ে দেয়াল ধসে পড়ে। ছেলের মৃত্যুর জন্য নাজির হোসেন বারবার নিজেকে দায়ী করছিলেন। কেন ছেলেকে রক্ষা করতে পারলেন না এই প্রশ্ন তাঁকে কুরে কুরে খাচ্ছিল।
জিহাদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। জিহাদের পরিবার নবাবগঞ্জের স্থায়ী বাসিন্দা। তার বাবা পান সুপারি বিক্রি করেন।