সোহরাওয়ার্দীতে করোনায় সংক্রমিত সন্দেহে ভর্তি রোগী মারা গেছেন
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন রোগী মারা গেছেন। হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিটি পুরুষ। বয়স পঞ্চাশের ঘরে। আজ মঙ্গলবার দুপুরেই সোহরাওয়ার্দী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তিনি মারা যান।
উত্তম বড়ুয়া বলেন, ওই রোগী প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুর্মিটোলা ওই রোগীকে সোহরাওয়ার্দীতে পাঠিয়ে দেয়।
এক প্রশ্নের জবাবে উত্তম বড়ুয়া বলেন, ওই রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। তবে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, মৃত্যুর পর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।