২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিএমএইচে নতুন ৪টি স্থাপনা উদ্বোধন করলেন সেনাপ্রধান

সম্মিলিত সামরিক হাসপাতালে নতুন চারটি স্থাপনা উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
ছবি: আইএসপিআর

ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নবনির্মিত চারটি স্থাপনা আজ সোমবার উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নবনির্মিত স্থাপনাগুলো হলো অ্যানেসথেসিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র ও স্লিপিং ল্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অ্যানেসথেসিয়া বহির্বিভাগে পুরুষ ও নারীদের জন্য পৃথক পর্যবেক্ষণ কক্ষ ও বেশ কয়েকটি অপেক্ষাগার রয়েছে। রোগীদের অস্ত্রোপচার পূর্ববর্তী অ্যানেসথেসিয়া চেকআপের জন্য এসব কক্ষ অত্যন্ত প্রয়োজনীয়। সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সশস্ত্র বাহিনীর একটি টারশিয়ারি লেভেল রেফারেল এবং ট্রেনিং হাসপাতাল; যেখানে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন এই অ্যানেসথেসিয়া বিভাগ প্রতিস্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র প্রতিস্থাপনের মাধ্যমে হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। চক্ষুবিষয়ক জটিল ও উন্নত চিকিৎসাসেবা, যেমন লেজার রিফ্ল্যাকটিভ সার্জারি, অন্যান্য লেজার সার্জারিসহ সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র।

অন্যদিকে স্লিপিং ল্যাব ‘স্লিপিং ডিজঅর্ডার’-এর মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় ও এর উন্নত চিকিৎসাসেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।