সলিমুল্লাহ মেডিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মঙ্গলবার রাতে মারামারি হয়
ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মঙ্গলবার রাতে মারামারি হয়েছে। তিন ঘণ্টা ধরে থেমে থেমে মারামারির পাশাপাশি হলের ভেতরে ভাঙচুরের ঘটনাও ঘটে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিবদমান ছাত্রদের দুই পক্ষকে নিয়ে পুলিশ ও কর্তৃপক্ষ বসেছিল। পরে তারা সংঘর্ষ থেকে সরে আসে।

মঙ্গলবার রাতের সংঘর্ষের সূত্রপাতের কারণ জানা যায়নি। পুলিশও এই বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি। সূত্র বলেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মজনু ও মঈনুল গ্রুপের মধ্যে গতকাল রাত আটটার কিছুক্ষণ আগে সংঘর্ষের সূচনা হয়। এ সময় দুই পক্ষের অনুসারীরা হলে ভাঙচুর চালায়। মারামারিতে কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ হাসপাতালে ভর্তি হননি। যাঁরা আহত হয়েছেন, তাঁরা নিজেরাই নিজেদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কলেজ কর্তৃপক্ষের অনুরোধে রাত ১১টার পর পুলিশ মেডিকেল কলেজের হলগুলোয় অভিযান চালায় পুলিশ। পরে এই দুই পক্ষের দুই নেতার সঙ্গে কলেজ কর্তৃপক্ষের তিন প্রতিনিধি, পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ও অন্যান্য কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতা সংঘর্ষ থেকে সরে আসার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

সংঘর্ষে জড়ানো দুই পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।

সংঘর্ষের পর রাতে হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাত একটার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কলেজের পরিবেশ ছিল থমথমে।