শিল্পী কাইয়ুম চৌধুরী ও তাহেরা স্মৃতি শিশু চিত্রাঙ্কন
বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও তাহেরা স্মৃতি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় বয়সভিত্তিক চারটি বিভাগে অংশ নিয়ে মোট ১৬ জন শিক্ষার্থী জয়ী হয়।
শিল্পী কাইয়ুম চৌধুরী ও তাঁর স্ত্রী শিল্পী তাহেরা চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে এ আয়োজন করে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি সংসদ।
প্রতিযোগিতায় বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আবদুল মান্নান, শিশির ভট্টাচার্য্য ও শর্বরী রায় চৌধুরী। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। জয়ী শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে পায় স্বর্ণপদক, বই, সনদ। সব অংশগ্রহণকারী পায় অংশগ্রহণ সনদ।
প্রতিযোগিতায় ক বিভাগে শ্রেষ্ঠ রায় প্রথম, মিশকাতুল জান্নাত দ্বিতীয়, তনুশ্রী রানী বর্মণ তৃতীয় ও মো. এহসানুল হক বসুনিয়া চতুর্থ হয়। খ বিভাগে তাসফিয়া মহিব প্রথম, সমৃদ্ধি রায় দ্বিতীয়, আদিলা হক তৃতীয় ও মাইশা সামিহা ইকবাল চতুর্থ হয়। গ বিভাগে মালিয়া জামান প্রথম, ওয়ালিদ শরীফ দ্বিতীয়, সুয়াইদ তাজওয়ার তৃতীয় ও সামিহা তাবাসসুম চতুর্থ হয়। ঘ বিভাগে মুনতাকা ইসলাম প্রথম, আনিকা আজহার দ্বিতীয়, শাহরিয়ার নাফি তৃতীয় ও আনিশা শান্তনি চতুর্থ হয়েছে।