শিক্ষককে ধাক্কা মেরে তিন লাখ টাকা ছিনতাই
রাজধানীর মতিঝিলে এক মাদ্রাসা শিক্ষকের তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরের পর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম জসীম উদ্দিন। তিনি মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক।
মতিঝিল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মতিঝিলে একটি ব্যাংকে তিন লাখ টাকা তুলে হেঁটে আরেকটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে এক দুর্বৃত্ত তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তার সহযোগীরা জসীম উদ্দিনের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, টাকা ছিনিয়ে নেওয়ার পর একপর্যায়ে জসীম উদ্দিন অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় আশপাশে থাকা ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শেষে বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।
জসীম উদ্দিনের ছেলে তানজিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বাবা এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি সুস্থ হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে।