রায়েরবাজারে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. রবিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, একটি জুস কারখানার কর্মচারী রবিন সপরিবার রায়েরবাজার কাঁচাবাজারের আরতের পাশে থাকতেন। গত ২৯ জুন তিনি ছুরিকাঘাতে আহত হন।

রবিনের বন্ধু বাবু আহমেদ প্রথম আলোকে বলেন, গত ২৯ জুন রবিনসহ তাঁরা তিনজন রায়েরবাজার বটতলা দিয়ে যাওয়ার সময় স্থানীয় পাঁচ–ছয়জন যুবক পথ রোধ করেন। একপর্যায়ে তাঁরা রবিনকে অস্ত্রের মুখে রাস্তার পাশে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

রবিনের বোন সোমা আক্তার আজ প্রথম আলোকে বলেন, রবিনের বন্ধু আলামিনের সঙ্গে আকাশের কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এ নিয়ে আকাশের সঙ্গে রবিনের কথা–কাটাকাটি হয়। এরই জেরে আকাশসহ তিন–চারজন মিলে তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় আকাশকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতুব্বর জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এক ভাই, দুই বোনের মধ্যে রবিন ছোট। তাঁর বাবার নাম দেলোয়ার হোসেন। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত

এদিকে রাজধানীর মালিবাগে আজ ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বকুল হোসেন (২৫) নামের এক প্রাইভেট কারের চালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত বকুল হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোররাতে তিনি উত্তরা থেকে প্রাইভেট কার নিয়ে যাত্রাবাড়ী বাসায় ফিরছিলেন। মালিবাগে আবুল হোটেলের বিপরীত পাশের রাস্তায় এলে প্রাইভেট কারের চাকা ফেটে যায়। তখন তিনি গাড়ি থেকে নেমে চাকা ঠিক করছিলেন। এ সময় তিন ছিনতাইকারী তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে ১ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি রামপুরা থানায় ফোন করে জানানো হয়েছে।