২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দুই বাসের প্রতিযোগিতায় শিক্ষার্থী নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন–ভাঙচুর

বাসচাপায় একজন নিহত হওয়ার ঘটনায় বাসে আগুন দেয় জনতাছবি: প্রথম আলো

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় আবার প্রাণ হারাল এক শিক্ষার্থী। রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় নিহত মাইনুদ্দীন ইসলাম নামের এ শিক্ষার্থী ভগ্নিপতির সঙ্গে বাসায় ফিরছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা টিভি রোডের পলাশবাগ এলাকায় সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর আরও আটটি বাসে আগুন দেয় তারা। এ ছাড়া ভাঙচুর করে তিনটি বাস। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।

জ্বলছে আরেকটি বাস
ছবি: প্রথম আলো

পুলিশ বলছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে লোকজন আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। তিনি একটি বাসের চালক।

অনাবিল পরিবহনের সেই বাসটি
ছবি: প্রথম আলো

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

অনাবিল পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার আগে ভাঙচুর চালান জনতা
ছবি: প্রথম আলো
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ
ছবি: প্রথম আলো