মুক্তিযোদ্ধাদের সঙ্গে বদলানোর শপথ

পড়ন্ত গোধূলীতে সূর্য ঢলে পড়ছে। দিনের আলো ম্লান হওয়ার পূর্বক্ষণে মঞ্চ আলোকিত করে এক একে এলেন স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া সেই বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধায় দাঁড়িয়ে গেলেন সবাই। একসঙ্গে শপথ নিলেন দেশকে বদলে দেওয়ার।গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরপুর বাঙলা উচ্চবিদ্যালয় ও কলেজে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিল্পীরা নাচে-গানে আনন্দে মন মাতানো আয়োজনে মাতিয়ে রাখেন উপস্থিত সবাইকে।অনুষ্ঠান উদ্বোধন করেন মিরপুর বাঙলা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বদরুদ্দিন হাওলাদার। বক্তব্য দেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সালাহউদ্দিন রবিন, কবি কাজী রোজী ও ডেইলি স্টার-এর নির্বাহী (প্রচার) শাহ্ জাহান। সাংস্কৃতিক অনুষ্ঠানের এক ফাঁকে মঞ্চে আসেন স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া বীরাঙ্গনা কানন বালা, মুক্তিযোদ্ধা মোশারফ শেখ, জহির উদ্দিন জালাল, আনাম আব্দুল্লাহ প্রমুখ।