মিরপুরে খেলার মাঠ রক্ষায় সরকারের কাছে আহ্বান

মিরপুর ১২ নম্বরে স্থানীয় প্রভাবশালীরা খেলার মাঠকে কাঁচাবাজারে পরিণত করছেন। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইলেও তা পাওয়া যাচ্ছে না। বাজার তৈরিতে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে নির্মাণকাজ চলছে। এ অবস্থায় মাঠ রক্ষায় সরকারসহ সবার সহায়তা চেয়েছে স্থানীয় বাসিন্দারা।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার সকালে মাঠ রক্ষার দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, পল্লবী বাসস্ট্যান্ডসংলগ্ন মিরপুর ১২ নম্বরে এ ব্লকের লালমাঠে খেলার মাঠ দখল করে কাঁচাবাজার তৈরি করা হচ্ছে। অবৈধ এ কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন, লালমাঠ রক্ষা কমিটি এবং বর্ণক সমাজকল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্র। মাঠ রক্ষায় গত ৩০ জুলাই উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়। সেখানে খেলার মাঠে সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তার পরও স্থায়ী স্থাপনা নির্মাণ করা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিডিআর বাজার এবং এর সঙ্গেই কাঁচাবাজার তৈরি করা হয়। এখন বাজার সম্প্রসারণ করা হচ্ছে।সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ অবিলম্বে এই মাঠসহ অন্যান্য মাঠ যেন দখল না হয়, সে নিশ্চয়তা দাবি করেন। তিনি বলেন, ‘মাঠ রক্ষার দায়িত্ব ও কর্তব্য সরকারের। আমরা সরকারের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। সরকার ঢাকা সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে মাঠকে রক্ষা করবে।’ক্রীড়াবিদ আবদুল কাদের বলেন, খেলার মাঠকে যাতে কোরবানির পশুর হাট হিসেবে ব্যবহার করা না হয়, সে বিষয়টিও দেখতে হবে। এ ছাড়া শীতকালে বিভিন্ন প্রদর্শনী ও মেলার নামে মাঠ দখল করা হয়। এতে করে শিশুরা খেলাধুলার আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশ ঘটে না। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান। বক্তব্য দেন সুলতান আহমেদ সেলিম, কামরুল আহসান, জাফরুল আহসান প্রমুখ।