মাদকমুক্ত সমাজের দাবি জানিয়েছে স্কুলশিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘প্রত্যাশা’ নামের একটি মাদকবিরোধী সংগঠন স্কুলশিক্ষার্থীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেয় রাজধানীর গেন্ডারিয়া মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। কঙ্কালের মুখোশ, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে করে শিক্ষার্থীদের মানববন্ধনে অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, সুস্থ-সুন্দর পরিবেশ ও সমাজের দাবিতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে তারা।
প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সিসা বার। এগুলো বন্ধ করতে হবে। নতুন করে মদের লাইসেন্স দেওয়া যাবে না। বলা হচ্ছে, কোনো জায়গায় ১০০ মানুষ হলেই সেখানে মদের লাইসেন্স দেওয়া যাবে—এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, দেশে ইয়াবার উৎপাদন হয় না। তবে এর রুট সবার কাছে পরিচিত। মিয়ানমার সীমান্তে কড়াকড়ি দিয়ে মাদকের প্রতিটি রুট বন্ধ করে দিতে হবে।
স্কুলশিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন প্রসঙ্গে হেলাল বলেন, আমরা স্কুলশিক্ষার্থীদের যুক্ত করেছি, কারণ মাদক ব্যবসায়ীদের প্রধান টার্গেট স্কুলের শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে যাতে এখন থেকেই মাদকবিরোধী সচেতনতা তৈরি হয় শিক্ষকদের অনুমতি নিয়ে তাদের কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।