‘ভয়ে তিনতলা থেকে লাফ দিয়েছিলাম’
আড়াই মাস ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তাজরীন ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডে আহত ২৫ জন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে।
শ্রম আইনের ক্ষতিপূরণের ধারা সংশোধন করে আহত শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তাজরীন ফ্যাশন লিমিটেডের অগ্নিকাণ্ডে আহত ২৫ জন শ্রমিকের পরিবার। আড়াই মাস ধরে তাঁরা সেখানে অবস্থান করছেন। তাঁরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে।
তাঁদের অন্য দুই দাবি হলো আহত শ্রমিকদের জন্য সম্মানজনক ও বাস্তবসম্মত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সুচিকিৎসার ব্যবস্থা। গত ১৮ সেপ্টেম্বর থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
দুই সন্তানসহ প্রেসক্লাবের সামনে অবস্থানে আছেন জরিনা নামের এক আহত শ্রমিক। আজ সোমবার প্রথম আলোকে তিনি বলেন, ‘তাজরীনে যখন আগুন লাগে, তখন আমি ভয়ে তিনতলা থেকে লাফ দিয়েছিলাম। ভেবেছিলাম, মরে গেলেও পরিবার লাশটা খুঁজে পাবে। আগুনে পুড়ে ছাই হওয়ার চেয়ে এটাই ভালো। এখন পঙ্গু হয়ে বেঁচে আছি। আমাদের দাবিগুলো সরকারকে মানতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’
জরিনা আরও বলেন, এই আড়াই মাসে কিছু সংগঠন ও ব্যক্তি তাঁদের সঙ্গে সংহতি জানালেও সরকার বা সংশ্লিষ্ট কেউই তাঁদের খোঁজখবর নেয়নি।
২০১২ সালের ২৪ নভেম্বর রাজধানী ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনের কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। আহত হন দুই শতাধিক মানুষ। দেশের পোশাকশিল্পে তাজরীনের অগ্নিকাণ্ডেই সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটেছিল।