ভিকারুননিসায় শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না
পরীক্ষা হলেও আইনি জটিলতায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখায় শূন্য আসনে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার সব কার্যক্রম বাতিল করেছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফওজিয়া। তিনি বলেন, পরিচালনা কমিটির সিদ্ধান্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এখন ভর্তির আবেদনপত্রের ফি (২০০ টাকা) ফেরত দেওয়া হবে। আগামী ৩ থেকে ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানের মূল শাখার (বেইলি রোড) কার্যালয় থেকে আবেদনপত্রের ফি ফেরত নিতে বলা হয়েছে। এ জন্য মূল প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।
এর আগে এই ভর্তি পরীক্ষা নিয়ে আইনি জটিলতা দেখা দিলে ৩১ জানুয়ারি পরীক্ষার ফল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।