বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবদুস সালাম হাওলাদার (৬০)। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্য সালাম হাওলাদার হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি বিডিআর হত্যা মামলায় ১০ বছর ও বিডিআর বিদ্রোহ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, সালাম হাওলাদারকে আগেও কয়েকবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআরের (বর্তমানে বিজিবি) বিদ্রোহী জওয়ানেরা নৃশংসভাবে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করেন। এ ঘটনায় করা মামলায় ফাঁসি, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে অভিযুক্ত আসামিদের।