বাল্ক ফিল্ড মিল্কে শতভাগ শুল্ক আরোপের দাবি

বাল্ক ফিল্ড মিল্ক নামের ভেজিটেবল ফ্যাটমিশ্রিত দুধ বাংলাদেশে আমদানি হয়। দেশের দুগ্ধ শিল্পের ধ্বংসের জন্য এই বাল্ক ফিল্ড মিল্কই মূলত দায়ী। এই দুধের ওপর এবারের বাজেটে আমদানি শুল্ক বাড়ানো হয়নি। তাই দেশের দুগ্ধ শিল্পকে বাঁচাতে বাল্ক ফিল্ড মিল্কের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার নসরুল হামিদ মিলনায়তনে দেশের দুগ্ধ ও মাংস খামার মালিকদের সংগঠন বিডিএফএ আয়োজিত ‘২০২০-২১ প্রস্তাবিত বাজেটে বাল্ক ফিল্ড মিল্কের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি এবং দেশের দুগ্ধ ও মাংস শিল্প রক্ষার্থে ১০ দফা দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

বিডিএফএর মহাসচিব শাহ এমরান অভিযোগ করেন, বাল্ক ফিল্ড মিল্ক নামে দুধই বস্তা আকারে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কিছুদিন আগে আমদানি করে নতুনভাবে পলিপ্যাক করে বিক্রি করা হয়ে থাকে দোকান, হোটেল, বেকারি, রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায়, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ৷ তাই এই দুধের ওপর আমদানি শুল্ক ১০০ শতাংশ বাড়িয়ে এবং অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করে দেশীয় দুগ্ধশিল্প রক্ষা করতে হবে৷

এ ছাড়া ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি মোকাবিলাসহ দেশীয় দুধ ও মাংস শিল্পকে রক্ষার্থে ১০ দফা দাবি জানানো হয়। একই সঙ্গে খামারিদের উৎপাদিত দুধ সংগ্রহ ও বাজারজাতকরণের জন্য যথাযথ ব্যবস্থাসহ পশুখাদ্য ও আধুনিক যন্ত্রপাতি আমদানিতে সব শুল্ক প্রত্যাহারের দাবি জানান বিডিএফএর নেতারা।