বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউএমসির দুই দিনের কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ (ইউএমসি) দুই দিনের কর্মসূচি নিয়েছে। বিজ্ঞপ্তি
কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাল ১৭ মার্চ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আজকের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সলান।
ইউএমসির অধ্যক্ষ মো. এনামুল করিম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউএমসি হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে মাহবুবুল হক, অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক উত্তম কুমার পাল ও হাসপাতালের উপদেষ্টা এ কে এম জাফর উল্যাহ।
অনুষ্ঠানে বক্তারা ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে আরও এক ধাপ’স্লোগানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জনসাধারণের স্বাস্থ্যসেবায় অধিক মনোযোগের ওপর গুরুত্বারোপ করেন। উন্নত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে ইউএমসির বিভিন্ন বিভাগীয় প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসকসহ ইন্টার্ন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।