‘প্রয়োজন ছাড়া’ ঢাবি ক্যাম্পাসে যেতে মানা

বহিরাগত গাড়ির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের অভিযান৷ আজ মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের টিএসসি এলাকায়
ছবি: প্রথম আলো৷

শিক্ষার্থীদের নিরাপত্তার কারণ দেখিয়ে ‘প্রয়োজন ছাড়া’ নগরবাসীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে বারণ করা হয়েছে। কয়েক দিন ধরে ক্যাম্পাসকে বহিরাগত ব্যক্তি ও গাড়িমুক্ত করতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। এসব অভিযানে বেশ কয়েকটি গাড়ির মালিককে জরিমানাও করা হয়েছে।

রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নানা উৎসব–উদ্‌যাপন ছাড়াও প্রতিদিনই এ ক্যাম্পাসে গিয়ে কিছুটা অবসর কাটান বহু মানুষ। বিকেল–সন্ধ্যার অবসরে পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডার স্থান হিসেবেও এই ক্যাম্পাসকে বেছে নেন অনেকে।

এটা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তিনি আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংখ্যা বেড়েছে, ক্যাম্পাস ছোট হয়ে গেছে। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখাচ্ছে, নিজেরা পথে নেমে যাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা যদি নিরাপদে হাঁটতে-চলতে না পারে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকে, তাহলে জাতির বড় ক্ষতি হবে—এই জায়গায় আমরা গুরুত্ব দিচ্ছি। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের জন্যই আমরা কাজ করছি।’

প্রক্টর বলেন, ‘বহিরাগত ব্যক্তিরা প্রয়োজনে ক্যাম্পাসে অবশ্যই আসবেন, সাবেক শিক্ষার্থীরাও ছুটির দিনে বা প্রয়োজনে আসবেন। কিন্তু বিনা প্রয়োজনে বহিরাগত ব্যক্তিদের ক্যাম্পাসে না আসতে আমরা অনুরোধ করছি। ক্যাম্পাসকে পার্ক বা বিনোদনকেন্দ্রের মতো ব্যবহার করা যাবে না। শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে আমরা সবার সহযোগিতা চাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আড্ডার জায়গা নয়, আড্ডার জায়গা হলো পার্ক, রেস্তোরাঁ ও কফি হাউজ।’

ক্যাম্পাসে গত তিন দিনের অভিযানে কয়েক ডজন গাড়ির মালিককে জরিমানা করা হয়েছে বলে জানালেন প্রক্টর। এ ছাড়া ক্যাম্পাসের সড়কে ভারী যানবাহনের চলাচল ও বহিরাগত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের একটি অংশও নিয়মিত অভিযান চালাচ্ছে। ক্যাম্পাসের টিএসসি এলাকার পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনের ভাসমান দোকানগুলোও উচ্ছেদ করা হয়েছে।