প্রদর্শনীতে ৩০০ বনসাই
>আজ বৃস্পতিবার থেকে শুরু হয়েছে রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজিত ১১তম বার্ষিক বনসাই প্রদর্শনী। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই প্রদর্শনী চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে প্রায় ৫০ প্রজাতির প্রায় ৩০০টি বনসাই প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীরা চাইলে বনসাই কিনতেও পারবেন। প্রদর্শনীতে একেকটি বনসাইয়ের দাম এক হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৮০ হাজার টাকা। প্রদর্শিত ও বিক্রি হচ্ছে প্রেমনা, আমবট, ফুকেন টি, চায়না বট, তেঁতুল, হিজল, কামিনী, রেইন ট্রি, অর্জুন, পাকুড়, রাইটিয়া, মাধবী, জুনিপার, বাগান বিলাস, চেরি, চন্দন, করমচা, তমালসহ আরো অনেক প্রজাতির বনসাই।