পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলার রায় ৯ জানুয়ারি
সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে করা দুদকের মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৯ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই দিন ঠিক করেছেন।
পার্থ গোপাল বণিকের আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে করা মামলায় আজ যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আগামী ৯ জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত।
মামলার শুনানি সময় পার্থ গোপাল বণিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে গত বছরের ২৩ আগস্ট পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্থ গোপাল বণিক গত বছরের ২৮ জুলাই দুদকে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পার্থ গোপাল বণিক জানান, তাঁর বাসায় ৩০ লাখ টাকা আছে। এই টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।
পার্থ গোপাল বণিক ১৯৯৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি জেল সুপার পদে চাকরিতে যোগ দেন। ২০১৪ সালের ১২ অক্টোবর তিনি কারা উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পান।