ধানমন্ডি ও সাভারে আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি ও উপকণ্ঠ সাভারে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন নিহাদ মিনা (২৮), তুষার আলম (১৭) ও আবদুস সালাম (২৭)।

অভিযান পরিচালনাকারী র‍্যাব-৪–এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সাজিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে নয়টার দিকে ধানমন্ডি-১৫ থেকে নাহিদ মিনাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে সাভার জিঞ্জিরার কলমা বাসস্ট্যান্ড থেকে তুষার ও সালামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের কর্মকর্তা জানান, ফেসবুকে ও ইন্টারনেটে এঁরা সদস্য সংগ্রহের চেষ্টা করে আসছিলেন। এ জন্য তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা আদায় করছিলেন। দেশে খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাঁদের কর্মকাণ্ড চালাচ্ছিল। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।