ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করে একে ছাত্রদলের ‘অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে টিএসসি চত্বরে গিয়েছিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা। দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণের জন্য সেখানে গিয়েছিলেন তাঁরা। এই কর্মসূচির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা টিএসসি এলাকায় জড়ো হয়ে কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিএসসিতে এসে উপস্থিত হওয়ামাত্র ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মিজানুর রহমানের (পিকুল) নেতৃত্বে প্রায় ২০০ বহিরাগত ব্যক্তি আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই।’
রাকিবুল ইসলাম বলেন, হামলায় ছাত্রদলের ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান শাওন, মোস্তাফিজুর রহমান, সদস্য রিয়াদ আনোয়ার হোসেন, মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করা হয়।
এদিকে ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি কমিটি গঠন ও বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। আজকের ঘটনাটিও অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ বলেই আমরা মনে করি।’