২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ঢাবি শিক্ষক জিয়া রহমানের বিরুদ্ধে মামলা আমলে নিলেন আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান
ফাইল ছবি

ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলা আমলে নিয়েছেন আদালত।

এর আগে সকালে জিয়া রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও আইনজীবী ইমরুল হাসান। আদালত ওই দুজনের জবানবন্দি রেকর্ড করেন।

বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন মামলা দুটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনকে নির্দেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন জানান, মামলা দুটি তদন্ত করে আগামী ১ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২২ অক্টোবর একটি টেলিভিশনের টক শোতে জিয়া রহমান ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেন। মামলায় তাঁর বিরুদ্ধে ইসলামবিদ্বেষী বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন