ঢাকায় ‘ম্যাজিক মাশরুম’ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ‘ম্যাজিক মাশরুম’ নামের মাদক উদ্ধার করেছে র‍্যাব। এর সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব-১০-এর একটি দল এ অভিযান চালায়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) আ ন ম ইমরান হোসেন।

উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানায়নি র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক ইমরান হোসেন আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, এ নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হবে। আজ বেলা একটার দিকে অনুষ্ঠেয় এই সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের ‘আত্মহত্যা’র কারণ তদন্তে নেমে সম্প্রতি এলএসডি নামের ভয়ানক মাদক উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলএসডির পর ডিএমটি নামের আরেক ভয়ানক মাদক উদ্ধার করা হয়।

সম্প্রতি র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এক সংবাদ সম্মেলন বলেন, মাদকের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।