ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকে বৈধ আসন দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা, ১০ সেপ্টেম্বরছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা ও প্রথম বর্ষ থেকে বৈধ আসনের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জান্নাতির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুর্মী চাকমা, ভূতত্ত্ব বিভাগের শারাবান তাহুরা, গণিত বিভাগের ফারজানা তাহসিন, আরবি বিভাগের হেদায়েতুল্লাহ আবির ও ইসলামিক স্টাডিজ বিভাগের রিয়া মণি প্রমুখ।

শিক্ষার্থী সুর্মী চাকমা বলেন, দূরদূরান্ত থেকে আসা একজন শিক্ষার্থী যখন থাকার জায়গার সংকটে পড়ে, তখনই তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আশা শেষ হয়ে যায়। একজন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মেয়ে ক্যাম্পাসের বাইরে থাকার ৫-১০ হাজার টাকা কীভাবে জোগাড় করে, সেটি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো ভেবে দেখেছে?

হেদায়েতুল্লাহ আবির বলেন, ‘ছেলেদের হলে এত দিন পর্যন্ত যারা রাজনৈতিকভাবে ছিল, তারা নিজের পছন্দমতো সিট নিচ্ছে প্রশাসনকে দিয়ে। বাইরে থাকার খরচ জোগাড় করতে টিউশনে দৌড়াতে হলে আমি কীভাবে পড়াশোনায় মনোযোগ দেব? কীভাবে সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হব?’

শিক্ষার্থীরা মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে গেলে কর্মচারীরা ফটক তালা দিয়ে রাখে। একপর্যায়ের কয়েকজন সহকারী প্রক্টরও শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একজন সহকারী প্রক্টরের বাগ্‌বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীদের চাপের মুখে ছয়জন  প্রতিনিধি উপাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন ও তাঁদের দাবিদাওয়া তুলে ধরেন।