ছিনতাইকারীকে জাপটে ধরার পর ছুরিকাঘাতে ছাত্র খুন

ছুরিকাঘাত
প্রতীকী

রাজধানীর উত্তরার আবদুল্লাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম জিসান হাবিব (১৭)। তার বাড়ি নোয়াখালী। সে এবার নোয়াখালীর একটি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জিসান গত ২৮ নভেম্বর ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে তার মামার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। গতকাল রাতে সে তার এক আত্মীয়কে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে। বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০টার দিকে জিসান তার অন্য এক আত্মীয়ের সঙ্গে বাসে ধামরাই ফিরছিল। বাসটি উত্তরার আবদুল্লাপুরে পৌঁছালে এক ছিনতাইকারী জানালা দিয়ে ছো মেরে জিসানের মুঠোফোন নিয়ে নেয়। এ সময় জিসান ও তার সঙ্গে থাকা আত্মীয় বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে জাপটে ধরে ফেলে। একপর্যায়ে ছিনতাইকারী জিসানকে ছুরিকাঘাত করে মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতরে পর জিসানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জিসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি তপন চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।