চাঁদনি চক মার্কেটে আগুন
রাজধানীর চাঁদনি চক মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটি কাজ করছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাদী সুলতানা আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, চাঁদনি চক মার্কেটের একটি জুতার দোকানে আগুন লেগেছে। এটি এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ওসি শাহজাদী সুলতানা বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে না। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
রাজধানীর নিউমার্কেটের উল্টোদিকে চাঁদনি চক মার্কেট।