চা খেতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় গেল প্রাণ বৃদ্ধের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকালে বাড্ডার শাহাবুদ্দিন মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, নিহত তারা মিয়া (৬০) ক্র্যাচে ভর দিয়ে চলাচল করতেন।

শাহাবুদ্দিন মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি  ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। তার মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোলাম মোস্তফা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি এখনও সনাক্ত করা যায়নি। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। ‌

বছর পাঁচেক আগে তারা মিয়ার এক পা কেটে ফেলতে হয়েছিল। নিহতের ছেলে রুবেল মিয়া বলেন,‘পায়ের যন্ত্রণায় প্রতিদিন ভোরে বাসা থেকে বের হয়ে বাইরে ঘোরাফেরা করতেন এবং চা খেতেন।

সকালে চা খেতে বের হয়ে দুর্ঘটনায় মারা যান আমার বাবা।’ স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বালুবাহী একটি ট্রাক ওই এলাকায় বালু ফেলে যাওয়ার সময় আমার বাবাকে চাপা দেয়।

পারিবারিক সূত্র জানায়, নিহত তারা মিয়ার বাড়ি কুমিল্লা তিতাস থানার চর মোহনপুর গ্রামে। তার বাবা মৃত হায়দার আলী। তাঁর পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে।