চলতি ঘটনার প্রকাশনা উৎসব আজ
আজ শনিবার থেকে বাজারে এসেছে চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’। এ উপলক্ষে আজ বেলা তিনটায় রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ভবনে ম্যাগাজিনটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রকাশনা উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, পিএসসির সাবেক চেয়ারম্যান, পিএসসির সদস্য, বিসিএস পরীক্ষায় সেরা স্থান অধিকারী ক্যাডাররা। প্রকাশনা উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
চলতি ঘটনার প্রথম সংখ্যাটিতে থাকছে পিএসসির চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার, ৪১তম বিসিএসের প্রস্তুতি, সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব, খেলার খবরসহ চাকরির পরীক্ষার দরকারি সব তথ্য।
প্রগতি ইনস্যুরেন্স ভবনের (২০-২১ কারওয়ান বাজার) ১০ম তলায় আয়োজিত প্রকাশনা উৎসবে বিসিএস প্রস্তুতি ও ক্যারিয়ার-বিষয়ক পরামর্শ দেবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, সাবেক সচিব আকতারী মমতাজ, পিএসসির সাবেক সদস্য সমর চন্দ্র পাল, ৩৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী মুনিয়া চৌধুরী প্রমুখ।
প্রয়োজনে যোগাযোগ: ০১৫২১৩৩৪০৩৮
ইমেইল: [email protected]