কাকরাইলের কর্ণফুলী গার্ডেনে চুরি, সোনাসহ চোর গ্রেপ্তার
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চারতলায় দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চোর চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই সোনাসহ তাঁদের গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। ওই মুঠোফোন বার্তায় বলা হয়, মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১৭ ডিসেম্বর রাতে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চারতলায় মোহনা জুয়েলার্স ও জুয়েল অ্যাভিনিউ নামে দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। পাশের ভবন হয়ে মার্কেটে প্রবেশ করে দুটি দোকানের সোনা চুরি করেন চোর চক্রের সদস্যরা। পরে এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাড়ে পাঁচ কোটি টাকার স্বর্ণ লুট হয়েছে বলে অভিযোগ করা হয়।