কক্সবাজারের জেলা জজের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় তিন আসামিকে জামিন দেওয়ার বিষয়ে কক্সবাজারের জেলা ও দায়রা জজের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। তাঁদের জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের পর যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন মামলার নথি তলব করে তিন আসামিকে জামিন দেওয়ার বিষয়টি নজরে এলে এ আদেশ দেওয়া হয়।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আবদুল মোবিন বুধবার এ আদেশ দেন। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় আবুল কালাম, মো. আবুল কালাম ও জিয়াবুল হক হাইকোর্টে জামিন চান। হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দেন। পরে আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন তুলে নেওয়ার কথা জানান। কেননা জেলা আদালত থেকে আসামিরা জামিন পেয়েছেন। তখন হাইকোর্ট নথি তলব করেন। নথি আসার পর শুনানি নিয়ে ওই আদেশ দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্ট তিন আসামির জামিন প্রশ্নে রুল দেন। তবে তাঁরা জজ আদালত থেকে জামিন পেয়েছেন বলে তাঁদের আইনজীবী জানালে হাইকোর্ট নিম্ন আদালত থেকে মামলাগুলোর নথি তলব করেন। নথি আসার পর হাইকোর্ট দেখতে পান, কক্সবাজারের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা তিনটি বিচারাধীন থাকা অবস্থায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ নথি তলব করে আসামিদের জামিন মঞ্জুর করেন। হাইকোর্ট এ বিষয়ে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মো. ইসমাইলকে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন।