এক দিনের রিমান্ড শেষে পরীমনি আবার আদালতে

আদালতে যাওয়ার পথে পরীমনি।
ছবি: তানভীর আহাম্মেদ

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে হাজির করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায়।

সরেজমিনে দেখা যায়, আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে আদালতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনিকে বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফায় এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

সেদিন শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতকে বলেছিলেন, পরীমনির বাসা থেকে বিদেশি মদসহ নতুন ধরনের মাদক আইস ও এলএসডি পাওয়া গেছে। ভয়াবহ এ মাদকের উৎস জানার জন্য পরীমনিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এর আগে পরীমনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

পরীমনির আইনজীবী মুজিবুর রহমান আদালতকে বলেছিলেন, ইতিমধ্যেই পরীমনিকে দুই দফা মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নতুন করে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করার কিছু নেই। কেন তাঁকে বারবার রিমান্ডে নিতে হবে? যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে। এরপর তিনি পরীমনির জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতে বলেন, পরীমনি একজন নারী। তিনি অসুস্থ। পলাতক হবেন না। নারী বিবেচনায় তাঁকে জামিন দেওয়া হোক। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পরীমনিকে তৃতীয় দফায় এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন এবং তাঁর জামিন আবেদন নাকচ করেন।

৪ আগস্ট চিত্রনায়িকা পরীমনিকে তাঁর বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর দুই দফায় তাঁকে মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সর্বশেষ তাঁকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে সিআইডি। সেদিন আদালত পরীমনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত সোমবার পুনরায় পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবীরা। গত বুধবার সেই জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। পরীমনির আইনজীবীরা জামিন শুনানির জন্য আদালতে হাজির হলে তখন রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, পরীমনিকে আবারও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ওই আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার আদালত পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।