উত্তরায় নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরা এলাকা থেকে রিমা খাতুন (২৫) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রিমা খাতুন পড়াশোনার পাশাপাশি উত্তরা ৭ নম্বর সেক্টরে একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগে চাকরি করতেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা বেগম আজ রোববার প্রথম আলোকে বলেন, ওই নারী তাঁর বাবাকে খুব ভালোবাসতেন। বেশ কিছুদিন আগে তাঁর বাবা এক নারীকে বিবাহ করে তাঁদের থেকে আলাদা বাসায় চলে যান। এ কারণে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
আনোয়ারা বেগম আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
ওই নার্সের বাবা রিকশাচালক ইউনুছ আলী বলেন, গত বছর বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিপ্লোমা পাস করে উত্তরায় একটি হাসপাতালে প্যাথলজি বিভাগে চাকরি নেন তাঁর মেয়ে। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের ওপর বিএসসিতে পড়ছিলেন তিনি। তিনি আরও বলেন, রিমা ও তার সহপাঠীরা উত্তরার ওই বাসায় মেসে থাকতেন। রাতে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রিমার লাশ দেখতে পায় তারা।
রিমার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নলবিল পাড়া গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।